বাঙালির বন্ধু ফাদার মারিনো রিগন

ফাদার মারিনো রিগান পঞ্চােশর দশকে বাংলাদেশে আসা একজন ইতালিও ধর্ম প্রচারক, দার্শনিক, লেখক ও অনুবাদক। যিনি ১৯৭১ সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেন। পরে তাকে বাংলাদেশের সম্মানসূচক নাগরিক ও মুক্তিযোদ্ধা খেতাব দেয়া হয়। যিনি ধর্ম আর দেশের বেড়াজাল ডিঙ্গিয়ে বাঙালির বন্ধু হিসেবেই সমধিক পরিচিত। সেই ফাদার মারিনো রিগানের জীবনের কিছু কথা শুনবো আজকের মহৎ জীবন অনুষ্ঠানে।

Add new comment

8 + 1 =