Radio Veritas Asia Buick St., Fairview Park, Queszon City, Metro Manila. 1106 Philippines | + 632 9390011-15 | +6329390011-15
চেতনা
চেতনা Chetana (ভোরে ঘুম থেকে না ওঠার থেকে বিপত্তি)
ইংরেজরা বলে – “Early to bed early to rise, Makes a man healthy, wealthy and wise.” ভোরে ঘুম থেকে ওঠার কথা প্রায় সব ধর্মেই বলে। কিন্তু অনেকেরই সমস্যা হল ভোরবেলায় ঘুম থেকে উঠতে ইচ্ছে করে না। আর এই ভোরবেলায় ঘুম থেকে না উঠতে পারার জন্য শরীরে দেখা দেয় নানাবিধ বিপত্তি। কিভাবে ভোরে ঘুম থেকে আমরা উঠতে পারি সেই প্রসঙ্গে নানাবিধ প্রশ্ন যদি আপনার মনে ভিড় করে থাকে তাহলে বন্ধুরা, আপনাদের চেতনার আসরে অবশ্যই দেখতে ও শুনতে হবে এই প্রয়োজনীয় অনুষ্ঠানটি।
এই অনুষ্ঠানটি দেখে ভালো লাগলে, সেই ভালো লাগার কথা এবং এই বিষয়ে আপনার কোনও অভিজ্ঞতা থাকলে তা অবশ্যই নিচে Comment Box এ লিখে জানাবেন। আর অনুষ্ঠানটি Like দেবেন এবং Share করে দেবেন যাতে অন্য বন্ধুরাও এই সম্বন্ধে ধারণা লাভ করতে পারেন।
Please Like, Comment and Share this Program for others to view.
#rvapastoralcare #RadioVeritasAsia #RVA_Bengali_Service #Chitrabani #Atanu_Das #Chetana #চিত্রবাণী #চেতনা #হঠাৎ_বিপত্তি #হঠাৎ_বিপদ #Sudden_Hazards #ভোরে_ঘুম_থেকে_ওঠা #Early_Rising
Add new comment