বিনোদন

বিনোদন Entertainment (শান্তিনিকেতন, বীরভূম থেকে আধুনিক গান)

 

আজ 'বিনোদনে'র এই আসরে আমাদের মাঝে উপস্থিত আছেন পশ্চিমবঙ্গের, বীরভূম জেলার, শান্তিনিকেতন থেকে বিশিষ্ট সঙ্গীত অধ্যাপক এবং জনপ্রিয় নিয়মিত বেতার ও দূরদর্শন শিল্পী শ্রী কুন্তল চক্রবর্তী। রবীন্দ্রসঙ্গীতে স্নাতক ও স্নাতকোত্তর। জাতীয় Scholarship নিয়ে প্রথম বিভাগে উত্তীর্ণ। উচ্চাঙ্গ সঙ্গীতে তিনি স্নাতকোত্তর। রেডিও ভেরিতাস এশিয়া – বাংলা বিভাগের সঙ্গে যুক্ত আছেন বহু বছর ধরে।

 

আজ আসুন, শুনি একটি আধুনিক গান, ‘কলির কথা শুনে, বকুল হাসে’। কথা – গৌরীপ্রসন্ন মজুমদার, সুর – হেমন্ত মুখোপাধ্যায়, কণ্ঠে – কুন্তল চক্রবর্তী।

 

শিল্পী শ্রী কুন্তল চক্রবর্তীর কণ্ঠে গানটি আপনার শুনে ভালো লেগে থাকলে, অবশ্যই সেই ভালো লাগা, আপনারা শিল্পীর কাছে জানিয়ে দেবেন Like Button এ Click করে এবং নিচে Comments Box এ মতামত জানিয়ে । আর অবশ্যই অনুষ্ঠানটি Share করে নেবেন যাতে আপনার বন্ধুরাও, শিল্পীর এই গানটি শুনতে পারেন।

 

আপনার সহযোগিতা আমরা একান্তভাবে কামনা করছি। ভালো ও সুস্থ থাকবেন।

Please Like, Comment and Share this Program on your Wall for others to view.

#rvapastoralcare #RvaBengaliService #RVASocialMedia2018 #4thRvaOnlineTraining #RVA #RadioVeritasAsia #RVA_BengaliService #Chitrabani #Atanu_Das #বিনোদন #Binodon #গান #Entertainment #আধুনিক_গান #শান্তিনিকেতন #বীরভূম #কুন্তল_চক্রবর্তী #Modern_Bengali_Song #Kuntal_Chakroborty #Shantiniketan #Birbhum

Add new comment

1 + 1 =