চেতনা : অ্যান্টিবায়োটিক থেকে বিপত্তি

কিছু কিছু অসুখ থেকে মুক্তি পেতে অ্যান্টিবায়োটিক ওষুধের দরকার আছে, তা নিয়ে কোনও প্রশ্ন নেই। বহু রকম বিপত্তি ঘটতে পারে অ্যান্টিবায়োটিক ওষুধ খেয়ে। সঠিক অ্যান্টিবায়োটিক ওষুধ সঠিক মাত্রায় নির্বাচন করলেই বিপত্তি এড়ানো যায়। ডাক্তারের পরামর্শ ছাড়া যেকোনো অ্যান্টিবায়োটিক ওষুধ খাওয়া উচিৎ নয়। ফল হতে পারে ভীষণই বিপত্তির। কাকে বলে অ্যান্টিবায়োটিক ওষুধ? কত ধরনের হয় অ্যান্টিবায়োটিক ওষুধ? নির্দিষ্ট মাত্রায় কেন খেতে হয় অ্যান্টিবায়োটিক ওষুধ? অ্যান্টিবায়োটিক ওষুধ প্রসঙ্গে এই সব নানাবিধ প্রশ্ন যদি আপনার মনে ভিড় করে থাকে তাহলে বন্ধুরা, আপনাদের চেতনার আসরে অবশ্যই দেখতে ও শুনতে হবে এই প্রয়োজনীয় অনুষ্ঠানটি। এই অনুষ্ঠানটি দেখে ভালো লাগলে, সেই ভালো লাগার কথা এবং এই বিষয়ে আপনার কোনও অভিজ্ঞতা থাকলে তা অবশ্যই নিচে Comment Box এ লিখে জানাবেন। আর অনুষ্ঠানটি Like দেবেন এবং Share করে দেবেন যাতে অন্য বন্ধুরাও এই সম্বন্ধে ধারণা লাভ করতে পারেন।

Add new comment

6 + 6 =