Radio Veritas Asia Buick St., Fairview Park, Queszon City, Metro Manila. 1106 Philippines | + 632 9390011-15 | +6329390011-15
স্বাধীনতা হীনতায় কে বাঁচিতে চায়'
আজ 15 ই আগস্ট অর্থাৎ আজকের দিনে ভারতের জনগণ স্বাধীনতার স্বাদ আস্বাদন করেছিলেন। অন্যদিকে খ্রীষ্টমন্ডলী ঈশ্বর জননী ধন্যা কুমারী মারিয়ার স্বর্গ উন্নয়ন পর্ব পালন করছে। তাই এইদিনটি আমাদের প্রত্যেকের কাছেই বিশেষ তাৎপর্য বহন করে। একদিকে ব্রিটিশ শাসনের হাত থেকে পরাধীনতার শৃংখল মোচন করে স্বাধীনতার আনন্দ, অন্যদিকে মা মারিয়া আমাদের শিখিয়েছিলেন কিভাবে পাপের বন্ধন থেকে স্বাধীনতা লাভ করা সম্ভবপর হয়। কারণ প্রত্যেকটি মানুষের স্বয়ংসম্পূর্ণ স্বাধীনতা সেই ব্যক্তিকে অন্য মাত্রায় পৌঁছে দেয়। আসুন এই দিনটি পিতা ঈশ্বরের দয়ায় এবং মা মারিয়ার স্নেহ আশীর্বাদে আমরা যেন স্বাধীনতার যথার্থ অর্থ অনুধাবন করতে পারি এবং সেই স্বাদ অন্যকে আস্বাদন করার সুযোগ করে দিতে পারি আমাদের আচার, ব্যবহার এবং ভালোবাসার মধ্য দিয়ে। রেডিও ভেরিতাস এশিয়ার পক্ষ থেকে আপনাদের প্রত্যেককে এই বিশেষ দিনটির প্রীতি ও শুভেচ্ছা জ্ঞাপন করছি আমি তেরেজা রোজারিও। সমগ্র অনুষ্ঠানটি পরিবেশনায় আপনাদের সাথে রয়েছি আমি তেরেজা রোজারিও। বিশেষ কৃতজ্ঞতা জ্ঞাপন আজকের এই বিশেষ অনুষ্ঠানে যারা আমাদের সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন তারা হলেন- বাঁশি শিল্পী-অলক চক্রবর্তী প্রথম গানটির শিল্পীবৃন্দ শ্রেয়শী সাধুখাঁ, স্বপ্নদীপ অধিকারী, পৌলোমী চক্রবর্তী(শিক্ষিকা) দ্বিতীয় গানটি শিল্পীবৃন্দ অদ্রীশ মাহান্তি, অদিতি করালি, অর্ঘ্য বসু, চন্দ্রবালি বোস, সর্বজিত দত্ত, শব্দোস্ব চক্রবর্তী, শাশ্বতী বর, তনুশ্রী সরদার, তৃষিতা গমেজ,লরেন্স গমেজ
Add new comment