Radio Veritas Asia Buick St., Fairview Park, Queszon City, Metro Manila. 1106 Philippines | + 632 9390011-15 | +6329390011-15
সংলাপ
Monday, June 15, 2020
ময়মনসিংহ ধর্ম প্রদেশের বিশপ পনেন কুবি, সিএসসি। তার সাথে আলাপ করা হয় সংলাপের গুরুত্ব নিয়ে। বিশপ ময়মনসিংহের ভাষা ও সংস্কৃতির বিষয় তুলে ধরেন। সেখানে রয়েছে ৮৫ হাজার ক্যাথলিক জনসংখ্যা। ৩০ থেকে ৪৫টি আদিবাসিদের ভাষা রয়েছে। শুধু গারো ভাষায় নিজস্ব ভাষায় বই বের করেছেন। নিজস্ব ভাষার পাশাপাশি বাংলাভাষার ও প্রচলন রয়েছে। বাংলদেশে বিভিন্ন ধর্মের লোক রয়েছে। সবার সাথে মিলে মিশে বসবাস করতে চাইলে সংলাপ অবশ্যই দরকার। সংলাপের মাধ্যমে সকল ধর্মের লোকদের সাথে আন্তরিকতা গড়ে উঠেছে। ঈদ, পূজা ও বড়দিনে সকল ধর্মের লোকদের সাথে শুভেচ্ছা বিনিময় হয়ে থাকে। এছাড়া কোন সমস্যা হলে সবায় সহযোগীতার হাত বাড়িয়ে দেন। আর এটা সম্ভব হয়েছে সংলাপের মাধ্যমে।
Add new comment