সংলাপ অনুষ্ঠান

 বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। এখানে বিভিন্ন জাতিগোষ্ঠী ও ধর্মীয় সম্প্রদায়ের মধ্যে যে সম্প্রীতি আছে সেটা বিশ্বে অনুসরণযোগ্য। তারপর ও সামাজিক জীবনে কিছু সমস্যায় আমাদের প্রত্যেকজন কে পরতে হয় । আর সঠিক সমাধানের একমাত্র উপায় সংলাপ।

 

 ‘সংলাপ হচ্ছে একে অপরের কাছে আসার, একে অপরের অন্তরে ধারণের একটা পদ্ধতি। সংলাপের মাধ্যমে সম্প্রীতির পরিবেশ গড়ে ওঠে।

 

‘সারাবিশ্বে আজ যে ধরনের সংঘাত, রক্তপাত, হানাহানি চলছে, মানুষে-মানুষে বিভেদ-দ্বন্দ্ব সৃষ্টি হচ্ছে, তার থেকে পরিত্রাণের উপায় হচ্ছে সম্প্রীতি।

 

সংলাপের মধ্য দিয়ে মানুষের মধ্যে ভ্রাতৃত্ববোধ, মানবিকতাবোধ জাগানো সম্ভব।

 

চলুন ফাদার জয়ন্ত এস গমেজের কাছ থেকে শুনে আসি সংলাপ নিয়ে তার ভাবনা কি ।

 

নিয়মিত আমাদের অনুষ্ঠান শুনতে আমাদের সাথেই থাকুন ভিজিট করুন আমাদের ওয়েভ সাইট ।

https://bengali.rvasia.org/

 

#rvapastoralcare

#RadioVeritasAsia

#RVA_BengaliService

#Banideepti

#Ripon_tolentino

Add new comment

4 + 1 =