রবীন্দ্র জয়ন্তীতে আমাদের গুরু প্রণাম ও শ্রদ্ধাঞ্জলি

রবীন্দ্র জয়ন্তীতে আমাদের গুরু প্রণাম ও শ্রদ্ধাঞ্জলি "আমারে তুমি অশেষ করেছ এমন ই লীলা তব ফুরায়ে ফেলে আবার ভরেছ জীবন নব নব" ২৫ শে বৈশাখ পৃথিবীর সমগ্র বাঙালীর গর্বে বুক ভরে ওঠার দিন। আজ যে করুণাময় প্রভু ভগবান তাঁর ভালবাসায় বাঙালি জাতিকে আশীর্বাদ দানে ভূষিত করেছেন।আমাদেরকে সাহিত্য, সংস্কৃতি ও সম্মানের শীর্ষে আসন দিতে আবির্ভাব হয়েছিল ১৮৬১ খ্রি : ৭ ই মে বাংলা ১২৬৮ সালের ২৫ শে বৈশাখ কলকাতার জোড়াসাঁকোর এক অভিজাত ব্রাহ্মন ( ঠাকুর ) পরিবারে প্রাণের প্রিয় বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর । আজ তাঁর ১৬০ তম জন্ম তিথিতে তাঁর প্রতি রইল আমাদের ভক্তিপূর্ণ শ্রধাঞ্জলি ও প্রণাম। বাঙালির মনে- প্রাণে, সুখে-দুঃখে, উৎসবে সবেতেই রবীন্দ্রনাথ ঠাকুর থাকেন। বলা যায় গুরুদেব বাঙালিদের আত্মার সঙ্গে মিশে আছেন। তাই তো বাংলা সাহিত্য জগতে সর্বশ্রেষ্ঠ বলে যদি কেউ থেকে থাকেন তাহলে সেটা অবশ্যই আমাদের সকলের প্রিয় রবীন্দ্রনাথ ঠাকুর । নোবেল পুরষ্কার প্রাপ্ত প্রথম বাঙালি, রবীন্দ্রনাথ ঠাকুর ২ হাজারেরও বেশি গান রচনা করেছিলেন। তাঁর লেখা অসাধারণ সব কবিতা ও গান, আজও প্রত্যেকটা বাঙালীর সমানভাবে মন ছুঁয়ে যায় । রবীন্দ্রনাথ ঠাকুরের রচনা “গীতাঞ্জলি” এবং “জীবন স্মৃতি” আজও বাঙালির মনে চির স্মরণীয়।মানব জীবনের সত্যিই এরকম কোনও অনুভূতি বোধ হয় নেই, যা নিয়ে রবি ঠাকুর লেখেননি। রবীন্দ্রনাথ ঠাকুর ছিলেন বাঙ্গালী কবি ,নাট্যকার ,গল্পকার,চিত্রকর,অভিনেতা, দার্শনিক, , ছোটো গল্পকার । রবীন্দ্রনাথ ঠাকুর কে কবিগুরু, বিশ্বকবি বিভিন্ন নামে ভূষিত করা হয়। ১৯১৩ সালে গীতাঞ্জলি কাব্যগ্রন্থের ইংরেজি অনুবাদের জন্য তিনি সাহিত্যে নোবেল পুরস্কার লাভ  করেন। রবীন্দ্রনাথ ঠাকুর হলেন সকল দেশের সকল কালের এবং সকল মানবের তীর্থভূমি । তিনিই প্রথম যার রচনা গান তিনটি দেশের জাতীয় সঙ্গীত। হে মহা মানব তোমায় পেয়ে আমরা ধন্য। আমারা গর্বিত যে আমরা বাঙালি। তাই তোমারি গানের কথায় নৃত্যের ছন্দেয় তোমায় করি প্রণাম। নৃত্য ও অনুষ্ঠান পরিবেশনায়ঃ Lidiya Manisha Mondal (Krishnagar, Nadia, West Bengal) অনুষ্ঠানের মূল ভাবধারা রচনাঃ Shilpita Samanta Debnath, (Basanti, South 24 Pargana, West Bengal ) অনুষ্ঠানের প্রারম্ভিক রচনা ও পরিচালনায়ঃ ফাদার সৌমিত্র মাখাল আমাদের এই প্রতিবেদন যদি আপনাদের ভাল লাগে তবে অবশ্যই শেয়ার, লাইক ও আপনার মূল্যবান কমেন্ট দেবেন। সাথে থাকার জন্য ধন্যবাদ।

Add new comment

3 + 10 =