ভিন্ন জগৎ - ঢাকার চিঠি

ভিন্ন জগৎ রংপুর বিভাগের একটি অন্যতম পার্ক।

এটি রংপুর জেলার ঠিক বাইরে, রংপুর জেলার পাগলাপির গঞ্জিপুর একটি সুন্দর গ্রামে অবস্থিত।

এখানে সৌরজগৎ জানতে দেশের ১ম প্ল্যানেটারীয়াম রয়েছে তাজমহল,মস্কর ঘনটা, আইফেল টাওয়ার, চীনের পাচীর ছোট একটা চিড়িয়াখানাও আছে।

 

চলুন আজ ঢাকার চিঠি অনুষ্ঠানে জেনে আসি রংপুরের ভিন্ন জগৎ এর তথ্য ।

Add new comment

4 + 0 =