বিশেষ শারদীয়া অনুষ্ঠান

বিশেষ শারদীয়া অনুষ্ঠান (Puja Special Program)

আগমনীর আবাহনে 

দেবী বন্দনার ক্ষণ সমাগত। শরৎের মিঠে সোনা রোদ্দুর গায়ে মেখে মানবজগত প্রস্তুত l উৎসব আগত প্রায় l করোনা আতঙ্কের গ্রাসে স্তব্ধ জন-জীবন একটু একটু করে শ্বাস নেওয়া শুরু করেছে l এমন পরিস্থিতিতেই মানব জাতিকে করোনা মুক্ত করতে মাকে এবারে যেন মর্তে আবাহন করছে মানুষ মনে প্রাণে l বাঙালির আগমনী গান, অর্থাৎ শারদোৎসবের আগে উমার আবাহনের গান।

শারদীয়া দুর্গা পুজো উপলক্ষে Radio Veritas Asia - বাংলা বিভাগের এই বিশেষ নিবেদনের মাধ্যমে আমরা জানাই সবাইকে শারদীয়ার শুভেচ্ছা, শুভ কামনা ও ভালোবাসা l

আসুন তাহলে দেখা যাক শারদীয়া দুর্গা পুজো উপলক্ষে বিশেষ অনুষ্ঠান, 'আগমনীর আবাহনে' ।

বিশেষ কৃতজ্ঞতা স্বীকার সঙ্গীতে :–

শিপ্রা যশ মণ্ডল, শান্তিনিকেতন, বীরভূম, ডা. প্রবীর মিশ্র, বারাসত, ড. অনন্যা দত্ত ঘোষ, কলকাতা, কুন্তল চক্রবর্তী, শান্তিনিকেতন, বীরভূম, নেহা কর্মকার, শান্তিনিকেতন, বীরভূম, শুভদীপ সরেন, শান্তিনিকেতন, বীরভূম এবং শুভজিৎ চৌধুরী, শান্তিনিকেতন, বীরভূম l

বিশেষ কৃতজ্ঞতা স্বীকার নৃত্যে :-

অন্বেষা ঘোষ, কলকাতা। 

বিশেষ কৃতজ্ঞতা স্বীকার বহিদৃশ্য গ্রহণ :-

মহঃ হাফিজুর রহমান, চুপি, কাষ্ঠষালী, পূর্ব বর্ধমান, সুরজিৎ মাহান্তী, বলরামপুর, পুরুলিয়া এবং অতনু দাস।

সমগ্র অনুষ্ঠানটি পরিকল্পনা, ভাষ্য, সম্পাদনা এবং নির্দেশনায় :- অতনু দাস, কলকাতা ।

বিশেষ কৃতজ্ঞতা :- রেডিও ভেরিতাস এশিয়া, ম্যানিলা, ফিলিপাইন ও চিত্রবাণী, কলকাতা। 

আশা করি এই অনুষ্ঠানটি দেখে আপনাদের ভালো লাগবে l আর ভালো লাগলে অবশ্যই মতামত জানাবেন নিচে Comment Box এ এবং Like দেবেন ও Share করে দেবেন l

Music/Song Courtesy: Internet and various sources. Music/Songs used only for Non-commercial Purpose.

Please Like, Comment and Share the Program for others to view.

#Rvapastoralcare #RvaBengaliService #RVASocialMedia2018 #4thRvaOnlineTraining #RVA #RadioVeritasAsia #RVA_BengaliService #Chitrabani #Atanu_Das #COVID_19 #অতনু_দাস 

#LockDown #AloneTogether #Coronavirus #গান #Special_Program #বিশেষ_অনুষ্ঠান #আগমনীর_আবাহনে #শারদীয়া_দুর্গা_পুজো #অনুষ্ঠান #Special_Puja #Durga_Puja_2020 #Durga #সঙ্গীত #নৃত্য

 

Add new comment

10 + 2 =