Radio Veritas Asia Buick St., Fairview Park, Queszon City, Metro Manila. 1106 Philippines | + 632 9390011-15 | +6329390011-15
বিনোদন #Chitrabani
Wednesday, September 23, 2020
আজ 'বিনোদনে'র এই আসরে আমাদের মাঝে উপস্থিত আছেন পশ্চিমবঙ্গের, বীরভূম জেলার, শান্তিনিকেতন থেকে বেতার ও দূরদর্শন শিল্পী শ্রী শুভজিৎ চৌধুরী । বর্ধমান বিশ্ববিদ্যালয়ে ও বিশ্বভারতীতে রূশ ভাষায় অধ্যাপনা করেন। পাশাপাশি গানকে সঙ্গী করে তাঁর পথ চলা l আজ আসুন, তাঁর কাছ থেকে শুনি এক অনন্য গান l শিল্পী শ্রী শুভজিৎ চৌধুরী'র কণ্ঠে গানটি আপনার মনে ভালো লেগে থাকলে অবশ্যই সেই ভালো লাগা আপনারা শিল্পীর কাছে জানিয়ে দেবেন Like Button এ Click করে এবং নিচে Comments Box এ মতামত জানিয়ে l আর অবশ্যই অনুষ্ঠানটি Share করে নেবেন যাতে আপনার বন্ধুরাও শিল্পীর এই গানটি শুনতে পারেন l আপনার সহযোগিতা আমরা একান্তভাবে কামনা করছি। ভালো ও সুস্থ থাকবেন।
Add new comment