বিনোদন অনুষ্ঠান

সৃজন ছন্দে আনন্দে নাচ নটরাজ হে মহাকাল প্রলয় তাল ভোলো ভোলো সৃজন ছন্দে,,,,,,,,,,, ছড়াক তব জটিল জটা শিশু শশীর কিরণ ছটা উমারে বুকে ধরিয়া সুখে দোলো দোলো সৃজন ছন্দে,,,,,,,,,,, মন্দস্রোতা মন্দাকিনী সুরভী তরঙ্গে সঙ্গীত জাগাও হে তব নৃত্য বিভঙ্গে ধুতুরা ফুল খুলিয়া ফেলি জটাতে বাধো চম্পা বেলি হে আদি কবি নবীন বাণী বলো বলো সৃজন ছন্দে,

Add new comment

5 + 13 =