Radio Veritas Asia Buick St., Fairview Park, Queszon City, Metro Manila. 1106 Philippines | + 632 9390011-15 | +6329390011-15
বিনোদন
Thursday, June 04, 2020
আজ 'বিনোদনে'র এই আসরে আমাদের মাঝে উপস্থিত আছেন পশ্চিমবঙ্গের, উত্তর ২৪ পরগনা জেলার, নৈহাটি থেকে বেতার শিল্পী শ্রীমতী চম্পা চক্রবর্তী।
পরিবেশন করছেন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের 'পূজা' পর্যায়ের গান, - 'প্রতিদিন আমি হে জীবন স্বামী, দাঁড়াবো তোমারই সম্মুখে'।
শিল্পী চম্পা চক্রবর্তী'র কণ্ঠে গানটি আপনার মনে ভালো লেগে থাকলে অবশ্যই সেই ভালো লাগা আপনারা শিল্পীর কাছে জানিয়ে দেবেন Like Button এ Click করে এবং নীচে Comment Box এ মতামত জানিয়ে l
আর অবশ্যই অনুষ্ঠানটি Share করে নেবেন যাতে আপনার বন্ধুরাও শিল্পীর এই গানটি শুনতে পারেন l আপনার সহযোগিতা আমরা একান্তভাবে কামনা করছি। ভালো ও সুস্থ থাকবেন।
Add new comment