পর্তুগিজ স্থাপত্যরীতিতে তৈরি কয়েক শ বছর আগের গাজীপুরের সেন্ট নিকোলাস গির্জা । ঢাকার চিঠি

পর্তুগিজ স্থাপত্যরীতিতে তৈরি কয়েক শ বছর আগের গাজীপুরের সেন্ট নিকোলাস গির্জা ।

ঢাকার চিঠি বহু বহু বছরের স্মৃতি নিয়ে দাঁড়িয়ে আছে গির্জাটি। আমাদের ইতিহাসের বড় কিছু ঘটনা ঘটেছে এই গির্জাকে কেন্দ্র করে।

এখান থেকে কালীগঞ্জের আঞ্চলিক বাংলা ভাষার প্রথম বাইবেল অনূদিত হয়।

এমনকি বাংলা ভাষার প্রথম দ্বিভাষিক অভিধান ও প্রথম ছাপা বইও এখান থেকেই প্রকাশিত হয়।

 

চলুন শুনে আসি সেই ইতিহাস ফাদার জয়ন্ত এস. গমেজ এর কাছ থেকে আজকের ঢাকার চিঠি অনুষ্ঠানে।

Add new comment

6 + 5 =