ধর্মসাগর- ‘সাগর’ হলেও এটি সাগর নয়, দীঘি । ঢাকার চিঠি অনুষ্ঠান

কুমিল্লা শহরের প্রাণকেন্দ্রের বাদুরতলা নামক জায়গায় অবস্থিত বিশাল আকারের দীঘিটিই হলো ধর্মসাগর দীঘি। তবে ইতিহাস গত কারণে এর নামকরণ ‘সাগর’ হলেও এটি সাগর নয়, দীঘি।

 

এ দীঘির আয়তন ২৩ দশমিক ১৮ একর। ইতিহাস গ্রন্থ থেকে জানা যায়, কুমিল্লার ‘ধর্মসাগর’ দীঘির রয়েছে কয়েকশ’ বছরের ইতিহাস।

 

ত্রিপুরা রাজ্যের রাজা ধর্মমাণিক্য ১৪৫৮ খ্রিস্টাব্দে এ দীঘিটি খনন করেন। তাঁর নামানুসারে এ দীঘির নামকরণ করা হয় ‘ধর্মসাগর’।

 

আজকের ঢাকার চিঠি অনুষ্ঠানে জানবো এই ধর্মসাগর সম্পর্কে ।

 

নিয়মিত আমাদের অনুষ্ঠান শুনতে আমাদের সাথেই থাকুন ভিজিট করুন আমাদের ওয়েবসাইট ।

https://bengali.rvasia.org/

 

এছাড়াও সকল সামাজিক যোগাযোগ মাধ্যমে আমাদের সাথে যুক্ত হতে ভিজিট করুন ।

Facebook: http://facebook.com/veritasbangla

YouTube: http://youtube.com/veritasbangla

Twitter: https://twitter.com/banglaveritas

Instagram: http://instagram.com/veritasbangla

 

 

#RadioVeritasAsia

#Chitrabani

#Banideepti

#DailyGospel

#ripontolentino

Add new comment

7 + 10 =