তৈদু ঝর্ণা- ঢাকার চিঠি

 

 

ত্রিপুরা ভাষায় তৈদু মানে পানির দরজা I খাগড়াছড়ি থেকে ২০ কিলোমিটার দূরে দীঘিনালা উপজেলার বুনো জঙ্গলের মাঝে আঁকাবাঁকা পাহাড়ের ভাঁজ দিয়ে বয়ে চলছে নয়নাভিরাম তৈদুছড়া ঝর্ণা।

 

প্রাকৃতিক অসাধারন বিচিত্রের এই ঝর্ণা এক ভিন্ন মাত্রা যোগ করেছে খাগড়াছড়ির পর্যটনশিল্পে। ট্র্যাকিং প্রেমীরা দীঘিনালার দুর্গম গিরি পথ পাড়ি দিয়ে খাগড়াছড়ির বৃহত্তম এই ঝর্ণা দেখতে দূর দূরান্ত থেকে ছুটে আসে।

 

ঝর্ণার পাশেই প্রায় ৮০ ফুট উঁচু থেকে বয়ে যাওয়া থাংঝাং নামের আরেকটি ঝর্ণা। মূলত থাংঝাং ঝর্ণা হতে সৃষ্ট ঝিরির পানি থেকেই তৈদুছড়া ঝর্ণার উৎপত্তি হয়েছে। তৈদুছড়া ঝর্ণার ডানপাশ দিয়ে ঝিরি পথ পার হয়ে প্রায় ঘণ্টা খানিক হাঁটলেই থাংঝাং ঝর্ণা দেখতে পাবেন।

 

ঢাকার গাবতলী, সায়েদাবাদ, উত্তরা ও আরামবাগ থেকে খাগড়াছড়ি যাওয়ার বাসগুলো ছেড়ে যায়। খাগড়াছড়ি থেকে দীঘিনালা এবং সীমানা পাড়া এই দুই পথেই তৈদুছড়া যাওয়া যায়। সীমানা পাড়া দিয়ে গেলে সময় বাঁচবে ও ট্র্যাকিং কম করতে হয়।

 

চলুন জেনে আসি আজকে ঢাকার চিঠিতে তৈদু ঝর্ণা সর্ম্পকে ।

 

নিয়মিত আমাদের অনুষ্ঠান শুনতে আমাদের সাথেই থাকুন ভিজিট করুন আমাদের ওয়েভ সাইট । https://bengali.rvasia.org/

 

 

#rvapastoralcare

#RadioVeritasAsia

#RVA_BengaliService

#Banideepti

#Ripon_tolentino

Add new comment

14 + 5 =