ঢাকার চিঠি- নবাবগঞ্জ উপজেলার জাতীয় উদ্যান

ঢাকার চিঠি

 

নবাবগঞ্জ উপজেলা সদর থেকে প্রায় এক কিলোমিটার উত্তর-পশ্চিমে এই জাতীয় উদ্যানের অবস্থান। তবে নবাবগঞ্জ সদরের জিরো পয়েন্ট থেকে এক কিলোমিটার দুরত্ব হলেও অনেকটা শহরের গা-ঘেষে অবস্থান করছে নবাবগঞ্জ জাতীয় উদ্যান।

 

২০১০ সালের ২৪ অক্টোবর এটি প্রতিষ্ঠিত হয়। ৫১৭.৬১ হেক্টর বা ১২৭৮.৪৯ একর জমি নিয়ে এই জাতীয় উদ্যানটি গঠিত।[৩] এই বনে শাল ছাড়াও সেগুন, গামার, কড়ই, বেত, বাঁশ, জামসহ প্রায় ২০ থেকে ৩০ প্রজাতির গাছগাছড়া রয়েছে।

 

আজকের ঢাকার চিঠি অনুষ্ঠানে চলুন দেখে আসি নবাবগঞ্জ উপজেলার জাতীয় উদ্যানটি ।

 

নিয়মিত আমাদের অনুষ্ঠান শুনতে আমাদের সাথেই থাকুন ভিজিট করুন আমাদের ওয়েবসাইট ।

https://bengali.rvasia.org/

 

এছাড়াও সকল সামাজিক যোগাযোগ মাধ্যমে আমাদের সাথে যুক্ত হতে ভিজিট করুন ।

Facebook: http://facebook.com/veritasbangla

YouTube: http://youtube.com/veritasbangla

Twitter: https://twitter.com/banglaveritas

Instagram: http://instagram.com/veritasbangla

Add new comment

9 + 5 =