Radio Veritas Asia Buick St., Fairview Park, Queszon City, Metro Manila. 1106 Philippines | + 632 9390011-15 | +6329390011-15
ঢাকার চিঠি অনুষ্ঠান : বগুড়ার পালপাড়া
Monday, October 05, 2020
আজ ঢাকার চিঠিতে জানবো ভীমের জাঙ্গাল সম্পর্কে । ভিমের জঙ্গল- বগুড়ার পালপাড়ায় অবস্থিত । এটা দেখতে আর দশটা জঙ্গলই মনে হবে। কিন্তু এই জঙ্গল ঘিরে রয়েছে অনেক ইতিহাস। প্রাচীন বা মধ্যযুগের বেড়িবাঁধ সড়কের অংশবিশেষ ও মনে করেন অনেকে। শত শত বছর ধরে পরে থাকায় এটি জঙ্গলে রূপ নিয়েছে। কথিত আছে, এই বেড়িবাঁধ সড়ক বিস্তৃত ছিলো আসাম থেকে সিরাজগঞ্জ পর্যন্ত।
Add new comment