ঢাকার চিঠি অনুষ্ঠান : দয়াময়ী মন্দির

প্রায় ২২০ বছরের ঐতিহ্যবাহী দয়াময়ী দেবী মন্দির । নবাবী আমলে প্রতিষ্ঠিত ‘দয়াময়ী’ মন্দিরের সিংহ দরজা ইতোমধ্যে সুতাবড়ীয়া নদীগর্ভে চলে গেছে। সনাতন ধর্মের বিভিন্ন গ্রন্থে দয়াময়ী দেবীর মন্দির এবং দয়াময়ী মেলার বিবরণ রয়েছে। ঐতিহ্যবাহী দয়াময়ী মেলাটি এখন বছরে মাত্র একদিনের জন্য অনুষ্ঠিত হয় মাঘী সপ্তমীতে। ঐতিহ্যবাহী এ মন্দিরটি প্রত্মতত্ত্ব অধিদপ্তরের তালিকায় প্রত্নতাত্ত্বিক নিদর্শন হিসেবে ঠাঁই পেলেও এটি রক্ষণাবেক্ষণের কোন উদ্যোগ নেয়া হয়নি। বর্তমানে যে সামান্য স্থাপনা শেষ নির্দশন হিসেবে টিকে আছে, তাও অচিরেই নদীগর্ভে বিলীন হয়ে যাওয়ার অপেক্ষায় রয়েছে।

Add new comment

1 + 8 =