Radio Veritas Asia Buick St., Fairview Park, Queszon City, Metro Manila. 1106 Philippines | + 632 9390011-15 | +6329390011-15
কলকাতার চিঠি
প্রীতিভাজনেষু,
স্বাগত জানাই ‘কলকাতার চিঠিতে’। আশা করি ভালো আছেন।
আজ আপনাদের কাছে তুলে ধরতে চাই কলকাতার খুব কাছে অথচ এক ভীষণই কম আলোচিত হুগলী জেলার শ্রীরামপুরের ঐতিহ্যবাহী কফি হাউস ও পান্থশালার কথা।
শ্রীরামপুর পশ্চিমবঙ্গের হুগলী নদীর তীরে একটি ছোট জনপদ। ১৭৫৫ থেকে ১৮৪৫ অবধি ফ্রেডরিক্সনগর নামে ডেনিশদের অধীনে ছিল। বিভিন্ন শিল্প গড়ে ওঠায় এটি একটি গুরুত্বপূর্ণ শিল্পাঞ্চল এবং হুগলী জেলার সবচেয়ে উন্নত শহর। ভারতের প্রথম ও দ্বিতীয় পাটকল; ওয়েলিংটন জুটমিল ও ইন্ডিয়া জুটমিল, এশিয়ার প্রথম বিশ্ববিদ্যালয়, শ্রীরামপুর বিশ্ববিদ্যালয়, এবং ভারতের দ্বিতীয় কলেজ; শ্রীরামপুর কলেজ, ভারতের প্রথম গ্রন্থাগার; উইলিয়াম কেরি লাইব্রেরি এখানেই স্থাপিত হয়। শ্রীরামপুর মিশনের স্থাপিত ভারতের প্রথম প্রিন্টিং প্রেসও এখানে প্রতিষ্ঠিত হয়।
১৭৮৬ সালে, জেমস পার নামের এক ইংরেজ সরাই মালিক শ্রীরামপুরে হুগলী নদীর তীরে একটি বাড়িটিতে "দ্য ডেনমার্ক ট্যাভার্ণ এন্ড হোটেল" চালু করেন। উনি 'দ্য ক্যালকাটা গেজেট' পত্রিকায় একটি বিজ্ঞাপনে ঘোষণা করেন, "যে সকল ভদ্রমহোদয়গণ এই পথে যাত্রা করেন, তারা এখানে প্রাতরাশ, মধ্যাহ্ন ভোজন, রাতের খাবার এবং আশ্রয় পাবেন। সাথে সিঙ্গেল ডজনে লিকার, একটি উত্তম বিলিয়ার্ড টেবিল এবং দৈনিক পত্রিকা সহ কফি ঘরও থাকবে"।
সন্ধ্যাবেলায় ইউরোপীয়ানরা তাদের সুরুচিকর পোশাক পরিধান করে প্রশান্ত পরিবেশে হুগলী নদীতে অলসভাবে নৌকায় বেড়াতেন বা নদীর তীর ধরে হেঁটে বেড়াতেন। সরাইখানাটির অবস্থান ছিল খুবই উপযুক্ত স্থানে। নদী পার্শ্বে বিকেলে বেড়ানোর পথে। এই নতুন সরাইখানাটি দ্রুত ইউরোপীয়ান নাগরিক ও যাত্রীদের নিকট জনপ্রিয় আকর্ষণ হয়ে ওঠে।
দেশ স্বাধীন হওয়ার পর গুরুত্ব হারায় এই 'ডেনমার্ক ট্যাভার্ণ' কফি হাউস । বিস্মৃতির অন্ধকারে কখন যেন তার প্রবেশ। খেয়ালও কারোর ছিল না। হটাৎ লক্ষিত হয় ২০১৫ সালে এই বাড়িটি প্রায় ধ্বংসাবস্থায় পড়ে আছে। ততদিনে প্রকৃত নাম ও উদ্দেশ্য বিস্মরণে চলে গেছে। বিভিন্ন জাদুঘরে এবং নথিপত্র ঘেঁটে, খোঁজখবর নেওয়া শুরু হয়, এবং এসবের ফলে সামনে আসে যে জীর্ণ কাঠামোর এই বাড়িতেই "দ্য ডেনমার্ক ট্যাভার্ণ এন্ড হোটেল” নামে খ্যাতনামা সরাইখানাটি ছিল। শ্রীরামপুরের ঐতিহ্য রক্ষা ও পুনরুদ্ধারের ধারাবাহিক কর্মকান্ডে, নিশান ঘাট থেকে দিনেমারদের প্রাচীন প্রধান ফটক ও গভর্ণমেন্ট হাউসের ঐতিহাসিক সন্ধিস্থানে অবস্থিত এই সরাইখানাটি ছিল মনোযোগের কেন্দ্র।
২০১৫ সালের শেষের দিকে 'ডেনিশ অ্যাসেসিয়েশন রিয়ালদানিয়ার' সহযোগে দ্য ন্যাশনাল মিউজিয়াম অফ ডেনমার্ক-এর উদ্যোগে এবং বিল্ডিংটির মালিক পশ্চিমবঙ্গ সরকারের ঘনিষ্ট সহযোগিতায় এই পুনরুদ্ধারের কাজ শুরু হয় । এই সময়ে এখানে শ্রীরামপুর পুলিশ লাইন ছিল। তারা অন্যত্র সরে গিয়ে কফি হাউস ও পান্থনিবাস হিসাবে সরাইখানাটির আদি কাজকর্ম ফিরিয়ে আনতে সহায়তা করে।
পশ্চিমবঙ্গের দক্ষ কারিগরদের একটি দল প্রথাগত উপকরণ ও পুরানো কারুশিল্প প্রযুক্তির সাহায্যে এই শ্রমসাধ্য সংরক্ষণের কাজ সমাপন করেছেন। বাড়িটিকে একটি আধুনিক কফি হাউসের উপযোগী করার উদ্দ্যেশে কিছু নতুন উপকরণও যুক্ত করা হয়েছে, যেমন স্টীলের সিঁড়ি এবং মূলকক্ষের ঝুল বারান্দা।
পশ্চিমবঙ্গ ট্যুরিজম ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেড, সরাইখানাটিকে সুসজ্জিত করেছেন, এবং কফি হাউস ও পান্থশালা পরিচালনার কাজ একটি বেসরকারী পরিচালককে ইজারা দিয়েছেন।
২০১৮ সালের ২৮শে ফেব্রুয়ারী ডেনমার্ক, ফিনল্যান্ড, আইসল্যান্ড, নরওয়ে, এবং সুইডেন-এর মাননীয় রাষ্ট্রদূতদের উপস্থিতিতে পশ্চিমবঙ্গের পর্যটন এবং তথ্য ও সংস্কৃতি বিভাগের মন্ত্রী এই ডেনমার্ক সরাইখানাটির দ্বারোদঘাটন করেন।
আজ এখানেই শেষ করি কলকাতা থেকে লেখা এই চিঠি। সুন্দর হোক আপনার জীবন। ভালো থাকুন, সাবধানে থাকুন, সুস্থ থাকুন।
শুভেচ্ছা ও শুভ কামনা সহ,
অতনু দাস।
(প্রযোজক)
রেডিও ভেরিতাস এশিয়া – বাংলা বিভাগ
চিত্রবাণী, কলকাতা।
তাং: ৩১ মার্চ ২০২১
আশা করি আপনাদের ভালো লাগলো আজ এই ‘কলকাতার চিঠি’ পড়ে। আর পড়ে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি Like, Comment করবেন এবং আপনার facebook page এ Share করে দেবেন যাতে আপনার বন্ধুরা পড়তে এবং জানতে পারেন এই কলকাতার চিঠিটি। আপনার সহযোগিতা আমরা একান্তভাবে কামনা করছি।
Please Like, Comment and Share this Program
#Rvapastoralcare #RVASocialMedia2018 #4thRvaOnlineTraining #RVA #RadioVeritasAsia #RVA_BengaliService #Chitrabani #চিএবাণী #অতনু_দাস #Atanu_Das #কলকাতার_চিঠি #Kolkatar_Chithi #ডেনমার্ক_ট্যাভার্ণ #Denmarktavern #Danishtavern #Srirampur #শ্রীরামপুর
Add new comment