Radio Veritas Asia Buick St., Fairview Park, Queszon City, Metro Manila. 1106 Philippines | + 632 9390011-15 | +6329390011-15
কলকাতার চিঠি : বাঙালীর পিকনিক
Wednesday, July 29, 2020
কথায় আছে বাঙালীর ১২ মাসে ১৩ পার্বণ। কিন্তু কথা থাকলে কি হবে, আদতে বাঙালীর ১২ মাসে ১৪ পার্বণ। মোটামুটি December মাসের মাঝামাঝিটা পেরোলেই হলো আর কি। শীতটা একটু পড়লে হলো আর কি। মিঠে রোদে গা ভাসিয়ে বাঙালী বেরিয়ে পড়ে বাড়ি থেকে একটু দূরে প্রকৃতির মাঝে - Picnic এ। আজ আসুন বন্ধুরা আমরাও শরীক হই এইরকমই এক Picnic এ। অনুষ্ঠানটি প্রযোজনায় - অতনু দাস। আর এই অনুষ্ঠানটি দেখে ভালো লাগলে অবশ্যই একটি Like ও Share করবেন আপনার facebook Wallএ। আর এই প্রসঙ্গে আপনি, আপনার মনের কথা নীচে Comments Box এ লিখে আমাদের সবাইকে অবগত করতে পারেন। আপনার সহযোগিতা আমরা একান্তভাবে কামনা করছি। ভালো ও সুস্থ থাকবেন।
Add new comment