কলকাতার চিঠি অনুষ্ঠান

রাখির সঙ্গে বাংলা ও বাঙালির ইতিহাস জড়িয়ে অনেক আঙ্গিকে। সেখানে ধর্ম যেমন রয়েছে, আছে ইতিহাসের ছোঁয়া, আছে আবেগ। পুরাণ প্রসঙ্গও সেই কাহিনী বলে। আবার বঙ্গভঙ্গ আইনে যখন ভাগ হচ্ছে দুই বাংলা, সেই অশান্ত মূহুর্তকে সম্প্রীতির বন্ধনে বেঁধেছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর। একইভাবে এক অভিনব রূপে এবারের রাখি বন্ধন উদযাপন করা হল পশ্চিমবঙ্গের সুন্দরবনে। সুন্দরবনের ম্যানগ্রোভে রাখি পরালেন স্থানীয় মহিলারা। উপহারে পেলেন প্রতিশ্রুতি। আজীবন তো বটেই, ভবিষ্যত প্রজন্মকেও রক্ষা করার আশ্বাস!

Add new comment

1 + 8 =