করোনাভাইরাসের সময়ে পরিবারে কি ভাবে থাকা দরকার

আজকের অনুষ্ঠা‌নে আমরা ব্রাদার ‌নর্মিল গ‌মজে সি এস সি এর কাছ থ‌ে‌কে জান‌তে পারব যে, ক‌রোনাভাইরাসের সম‌য়ে প‌রিবা‌রে, পিতা মাতা‌দের  ও ছে‌লে মে‌য়ে‌দের কিভা‌বে জীবন যাপন করা দরকার সে বিষ‌য়ে জে‌নে নিব।  এই সময়ে পরিবার গুলির প্রতি আমার অনুরোধ, দয়া করে স্বাস্থ্যবিধি বা যে নিয়ম রয়েছে তা সঠিকভাবে পালন করবেন। আর আমাদের পরিবার গুলির আয় সীমিত, তাই এই সময়ে পরিবারগুলির প্রতি আমার অনুরোধ দয়া করে  প্রয়োজনের তুলনায় বেশী খরচ করবেন না।   

Add new comment

4 + 7 =