Radio Veritas Asia Buick St., Fairview Park, Queszon City, Metro Manila. 1106 Philippines | + 632 9390011-15 | +6329390011-15
অযত্নে-অবহেলায় নষ্ট হচ্ছে মুঘল আমলের ঐতিহ্যবাহী প্রাচীন ভাঙা মসজিদ । ঢাকার চিঠি
বর্তমানে মসজিদের ধ্বংস প্রায় অবকাঠামো ছাড়া আর কিছুই অবশিষ্ট নেই। মসজিদের অক্ষত দেহে প্রাচীন ঐতিহ্যের ছাপ এখনোও পরতে পরতে লেগে আছে। নান্দনিক নকশা ও সুনিপুণ নির্মাণ কাজ বলে দেয় যে, মুসলিম ইতিহাসের নান্দনিকতার কথা। প্রাচীন এই মসজিদের শৈল্পিক অবকাঠামোর কথা অনেকেই জানেন না।
৯ গম্বুজ বিশিষ্ট বর্গাকৃতির মসজিদটির ভেতরে রয়েছে চারটি সুদৃঢ় খিলান। দরজা রয়েছে মাত্র একটি। দ্বিতল ভবনের ভেতরে মেহরাব ও দেয়ালে আঁকা রয়েছে বিভিন্ন কারুকাজের ফুলদানি ও ফুল। মসজিদের দেয়ালের গাঁথুনি চার ফুট প্রস্থ, যা চুন ও সুরকি দিয়ে গাঁথা।
প্রাচীন স্থাপত্যকলার সুদৃশ্য মসজিদটি চিকন ইট, চুন-চুরকি নির্মিত দেয়ালে এখনও নকশার করা কারুকাজ রয়েছে। চারটি পিলারের ওপর দাঁড়িয়ে নয় গম্বুজবিশিষ্ট এ মসজিদের নির্মাণশৈলী মনোমুগ্ধকর। তবে এর আয়তনের সঠিক তথ্য জানাতে পারেননি স্থানীয় কোনো প্রবীণ ব্যক্তিও।
আজ ঢাকার চিঠি অনুষ্ঠানে জানবো মুঘল আমলের ঐতিহ্যবাহী প্রাচীন ভাঙা মসজিদ সম্পর্কে ।
Add new comment