অনুষ্ঠান কলকাতার চিঠি

কলকাতার চিঠি অনুষ্ঠান শুনছি অথচ কলকাতা শহরটিকে যারা পরিষ্কার পরিচ্ছন রাখার চেষ্টা করছেন, কলকাতা শহরের রাস্তাঘাট রক্ষণাবেক্ষণ করছেন, কলকাতা শহরটির সৌন্দর্জায়ণের কাজ করে চলেছেন সেই উনিশ শতকে ব্রিটিশ সাম্রাজ্যের সময় থেকে আজ অবধি - তাদের কথা জানবো না - তা কি হয়? আজ আসুন এই কলকাতার চিঠিতে জেনে নেই কলকাতা শহরের বুকে সেই শতাব্দী প্রাচীন, ব্রিটিশ সাম্রাজ্যের সংস্থার কথা যার শীর্ষে একসময় আসীন ছিলেন দেশপ্রেমিক সুরেন্দ্রনাথ ব্যানার্জি, দেশবন্ধু চিত্তরঞ্জন দাশ, নেতাজী সুভাষ চন্দ্র বোস ও ডাঃ বিধানচন্দ্র রায়ের মত ব্যাক্তিবর্গ। আর এই প্রসঙ্গে আপনি, আপনার জানা কথা নীচে Comments Box এ লিখে আমাদের সবাইকে অবগতও করতে পারেন। আপনার সহযোগিতা আমরা একান্তভাবে কামনা করছি। ভালো ও সুস্থ থাকবেন।

Add new comment

2 + 5 =