রবিবাসরীয় ও ভাষ্য । সাধারণকালের ১৫শ রবিবার

আজ সাধারণকালের ১৫শ রবিবার।

 

আজকের রবিবাসরীয় ও ভাষ্য অনুষ্ঠানে সাধু মার্ক রচিত মঙ্গলসমাচার ৬অধ্যায় ৭-১৩ পদ থেকে পাঠ নেওয়া হয়েছে।

 

ঈশ্বর যুগে যুগে প্রবক্তাদের আহ্বান ও মনোনিত করেছিলেন তার মুক্তির পরিকল্পনার কাজ সাধন করতে।

 

যীশু তার শিষ্যদের দুজন করে পাঠিয়েছিলো বাণী প্রচার কাজে। ঈশ্বরের বাণী সবার অন্তরে ছড়িয়ে দিতে।

 

আমরা সাধারণ খ্রিস্টভক্ত হয়েও আমাদের দ্বায়িত্ব রয়েছে ঈশ্বরের বাণী সবার মাঝে প্রচার করার।

 

আজকের মঙ্গলসমাচার পাঠ ও তা সহভাগিতায় এই বিষয় গুলোই তুলে ধরেছেন ফাদার লিনটু ফ্রান্সিস কস্তা ।

 

নিয়মিত আমাদের অনুষ্ঠান শুনতে আমাদের সাথেই থাকুন ভিজিট করুন আমাদের ওয়েবসাইট ।

https://bengali.rvasia.org/

 

এছাড়াও সকল সামাজিক যোগাযোগ মাধ্যমে আমাদের সাথে যুক্ত হতে ভিজিট করুন ।

Facebook: http://facebook.com/veritasbangla

YouTube: http://youtube.com/veritasbangla

Twitter: https://twitter.com/banglaveritas

Instagram: http://instagram.com/veritasbangla

Add new comment

15 + 1 =