রবিবাসরীয় ও ভাষ্য

রবিবাসরীয় ও ভাষ্য

প্রভুর বাণীতে বিশ্বাস রাখলে আমাদের জীবনে ঘটতে পারে অনেক আশ্চর্ষ ঘটনা। আমরা আমাদের পাপের জন্য ঈশ্বরের বিশ্বাস ও ভালোবাসা থেকে অনেক দূরে চলে যাই । আমরা আমাদের জীবনের নানা ব্যস্ততায় ভুলে যাই ঈশ্বরের কথা। কিন্তু আমাদের পিতা ঈশ্বর আমাদের কখনেই ভুলে যায় না। আমরা যে কোন বিপদে পরলেই তিনি আমাদের পাশে এসে দাঁড়ান । আজকের রবিবাসরীয় ও ভাষ্য অনুষ্ঠান শুনবো যিশুর সেই মৃত মেয়েকে জীবন দানের ঘটনা।

 

আজকের রবিবাসরীয় ও ভাষ্য অনুষ্ঠানে পাঠ নেওয়া হয়েছে মার্ক অনুসারে মঙ্গলসমাচার থেকে।

 

আজকের রবিবাসরীয় ও ভায্য অনুষ্ঠানে বাণী পাঠ করেছেন ফাদার বুলবুল আগষ্টিন রিবেরু ও সহভাগীতা করেছেন ফাদার ম্যাক্সওয়েল টমাস।

 

নিয়মিত আমাদের অনুষ্ঠান দেখতে সব সময় আমাদের সাথে থাকুন।

শেয়ার করুন অন্যদের সাথে ।

 

#rvapastoralcare

#RadioVeritasAsia

#RVA_BengaliService

#Banideepti

#Ripon_tolentino

Add new comment

3 + 10 =