Radio Veritas Asia Buick St., Fairview Park, Queszon City, Metro Manila. 1106 Philippines | + 632 9390011-15 | +6329390011-15
রবিবাসরীয় ও ভাষ্য
Saturday, July 25, 2020
মথি রচিত মঙ্গলসমাচার
যীশু একদিন এই উপমা-কাহিনী বললেন : “স্বর্গরাজ্য যেন কোন জমিতে লুকিয়ে রাখা গুপ্তধনেরই মতো।
একটি লোক তা খুঁজে পেয়ে সেখানেই আবার তা লুকিয়ে রাখল;
তারপর মনের আনন্দে গিয়ে, তার যা-কিছু ছিল, সমস্তই বেচে দিয়ে সেই জমিটা কিনে ফেলল।
আবার স্বর্গরাজ্যের বিষয়ে এই তুলনাও দেওয়া যেতে পারে: যেন একজন বণিক দামী মুক্তোর খোঁজে ঘুরে বেড়াচ্ছিল;
সেই বণিক একটি মহামূল্য মুক্তোর খোঁজ পেতে না পেতেই সোজা গিয়ে তার যা কিছু ছিল, সমস্তই বেচে দিয়ে মুক্তোটি কিনে ফেলল।।
রবিবাসরীয় ও ভাষ্য উপস্থাপনা করেছে ফাদার ফিলিপ গমেজ ।
Add new comment