যোহন রচিত মঙ্গলসমাচার

একদিন যীশু যেতে যেতে যেতে এক জন্মান্ধকে দেখতে পেলেন। তাঁর শিষ্যেরা জিজ্ঞেস করলেনঃ “গুরু, এই লোকটি কার পাপের জন্যে অন্ধ হয়ে জন্মেছে- তাঁর নিজের পাপের জন্যে, না তার বাপ-মায়ের পাপের জন্যে ঃ যীশু উত্তর দিলেন ঃ “ না, পাপ সে নিজেও করেনি, তার বাপমাও করেনি। বরং তা ঘটেছে, যাতে পরমেশ্বরের কর্মশক্তি তার মধ্যেই প্রকাশ পায়। দিনের আলো যতক্ষণ থাকে, ততক্ষণ আমাদের ক’রে যেতে হবে তাঁরই কাজ, যিদি আমাকে পাঠিয়েছেন।

Add new comment

15 + 5 =