Radio Veritas Asia Buick St., Fairview Park, Queszon City, Metro Manila. 1106 Philippines | + 632 9390011-15 | +6329390011-15
পবিত্র বাইবেল পাঠ ও অনুধ্যান
Sunday, June 14, 2020
যেদিন নিস্তার পর্বের মেষ সাবক বলি দেওয়া হতো চপটি পর্বের সেই প্রথম দিনে যীশুর শিষ্যেরা তাকে জিজ্ঞেস করলেন আপনার জন্য আমরা কোথায় গিয়ে নিস্তার ভোজের ব্যবস্থা করব বলুন। আপনি কি চান ? তখন তিনি দুজন শিষ্য কে এই কাজে পাঠালেন, তাদের তিনি বলে দিলেন তোমরা শহরে যাও সেখানে এক কলসি জল নিয়ে যাচ্ছে এমন একজন লোকের দেখা হবে তোমরা তার অনুসরন কর। সে যে বাড়ীতে ডুকবে তার মালিক কে গিয়ে বল গুরু জানতে চেয়েছেন তিনি তার শিষ্যদের সঙ্গে যে ঘরে নিস্তার ভোজে বসবেন তার সেই ঘরটি কোথায়। তখন তিনি নিজে উপর তালার একটি ঘর দেখিয়ে দিবেন ঘরটি সাজানো ভোজের জন্য প্রস্তুত। তোমরা সেখানেই আমাদের জন্য সব ব্যবস্থা কর।
Add new comment