পবিত্র বাইবেল পাঠ ও অনুধ্যান

ঈশ্বরপুত্রকে বিশ্বাস করে যারা, তারাই নবজন্ম লাভ করে

ঈশ্বর জগৎকে এতই ভালবেসেছেন যে, তাঁর একমাত্র পুত্রকে তিনি দান ক’রে দিয়েছেন, যাতে, যারা তাঁকে বিশ্বাস করে, তাদের কার-ও যেন বিনাশ না হয়, বরং তারা সকলেই যেন লাভ করে শাশ্বত জীবন। ঈশ্বর জগৎকে দন্ডিত করতে তাঁর পুত্রকে এই জগতে পাঠাননি; পাঠিয়েছিলেন, যাতে তাঁর মাধ্যমে জগৎ পরিত্রাণ লাভ করে। যে-মানুষ তাঁকে বিশ্বাস করে, সেই মানুষকে কখনো বিচারে দন্ডিত হতে হয় না; কিন্তু তাঁকে যে অবিশ্বাস করে, সে তো বিচারে দন্ডিত হয়েই আছে, কারণ ঈশ্বরের একমাত্র পুত্ররে প্রতি সে যে বিশ্বাস রাখেনি! (যোহন ৩: ১৬-১৮)।

আজ ত্রিব্যাক্তি পরমেশ্বরের মহা পার্বণ। পিতা, পুত্র ও পবিত্র আত্মা, এক ও অভিন্ন। পবিত্র বাইবেল থেকে পাঠও তার ব্যাখা করছেন ফাদার সৌমিত্র মাখাল। এই প্রতিবেদন টি স্টুডিওর বাইরে প্রস্তুত করা হয়েছে। শ্রবণ মান উচ্চ পর্যায় না হওয়ায় আমরা দুঃখিত। দয়া করে হেড ফোন ব্যবহার করুন। কথাগুলি অবশ্যই ভাল লাগবে। উপস্থাপনায় ফাদার সৌমিত্র মাখাল।

Add new comment

1 + 15 =