পবিত্র বাইবেল পাঠ ও অনুধ্যান

সেই পরম সহায়কের আগমনের প্রতিশ্রতি

তোমরা যদি আমাকে ভালবাস, তা হলে তোমরা আমরা সমস্ত আদেশ পালন করবে। আর আমিও পিতার কাছে আবেদন জানাবো; তিনি তখন আর একজন সহায়ককে তোমাদের দেবেন, যিনি চিরকালের মতোই তোমাদের সঙ্গে থাকবেন। তিনি দিবেন সেই সত্যময় আত্নাকে, সংসার যাকে গ্রহণ করতে পারে না, যেহেতু সংসার তাঁকে দেখতেও পায় না, জানতেও পারে না। তোমরা অবশ্য তাঁকে জানোই; তিনি তো সর্বদাই তোমাদের পাশেই আছেন, পরে অন্তরেও থাকবেন।

আমি তোমাদের অনাথ অবন্থায় ফেলে রাখব না; তোমাদের কাছে আবার ফিরে আসব আমি। অল্প সময় মাএ বাকি আছে, তারপর সংসার আমাকে আর দেখতে পাবে না; তোমরা কিন্ত আমাকে দেখতে পাবে- আমি জীবিত আছি বলে’ই দেখতে পাবে; আর তোমরাই তখন তেমনি জীবিতই হবে। সেদিন তোমরা বুঝতে পারবে যে, আমি আমার পিতার মধ্যেই রয়েছি, তোমরা আমরা মধ্যেই রয়েছে আর আমিও তোমাদের মধ্যেই রয়েছি। আমার সব আদেশ পাবার পর যে তা পালন করবে, সে-ই তো আমাকে ভালবাসে। আর যে আমাকে ভালবাসে, সে আমার পিতার ভালবাসা পাবেই। আমিও তাকে ভালবাসবো এবং তার কাছে আত্নপ্রকাশ করব।

Add new comment

1 + 5 =