তালপত্র রবিবার। ভেরিতাসের আসর

আজ তালপত্র রবিবার। প্রভু যীশুর যন্ত্রণাভোগের সূচনা। আজ আমারা যীশুকে অভ‍্যর্থনা করি পরম পিতা ঈশ্বরের পুত্র ও সকল জাতির রাজাধিরাজ বলে। কিন্তু সেই মহিমময়ের আবির্ভাবের সঙ্গে সঙ্গে প্রভুর যন্ত্রণাভোগেরও শুরু হোল। ভেরিতাসের আসরে পবিত্র বাইবেলের মার্ক রচিত মঙ্গল সমাচারের ১১ অধ্যায় ১ থেকে ১০ পদ পাঠ ও তার ব্যাখ্যা করছেন ফাদার সৌমিত্র মাখাল।আমাদের এই প্রতিবেদন যদি আপনাদের ভাল লাগে তবে অবশ্যই শেয়ার, লাইক ও আপনার মুল্যবান কমেন্ট দেবেন। সাথে থাকার জন্য ধন্যবাদ।

Add new comment

19 + 1 =