১৬ বছর ধরে জাতীয় পতাকা বিক্রি করে সংসার পরিচালনা - অনু‌প্রেরণার গল্প

বাড়ি হবিগঞ্জের বানিয়াচং উপজেলার গায়েনগঞ্জ ইউনিয়নের প্রত্যন্ত অঞ্চল পাড়াগাও গ্রামে হলেও গাজীপুরের কালীগঞ্জের অলিতে গলিতে তার বিচরণ।

বিগত ১৬ বছর ধরে জাতীয় পতাকা বিক্রি করে সংসার পরিচালনা করছেন। তার কাছে আছে জাতীয় পতাকা সম্বলিত মাথায় বাধার বেল্ড, আছে বেসলাইট, ছোট হাতের জাতীয় পতাকা, কাগজের পতাকা, গালে ও কপালে পড়ার স্টিকার।

আছে জাতীয় পতাকা সম্বলিত রাবার বেল্ডও। তবে তার কাছে যাই আছে তা বাংলাদেশের পতাকার লাল-সবুজের রং কেন্দ্রীক।

দেশের প্রতি রয়েছে তার ভালোবাসা আর সেই ভালোবাসার জন্যই ব্যবসা খুব একটা ভালো না হবার পরও শুধু বাংলাদেশের পতাকার রং এ রঞ্জিত লাল-সবুজ কেন্দ্রীক সামগ্রী বিক্রি করে থাকে।

Add new comment

6 + 3 =