Radio Veritas Asia Buick St., Fairview Park, Queszon City, Metro Manila. 1106 Philippines | + 632 9390011-15 | +6329390011-15
সাধ্বী সিসিলিয়া
সিসিলিয়া ছোট থেকেই যে কোন ধরণের বাদ্য যন্ত্র সঠিক ও সুন্দরভাবে বাজাতে পারতেন। শুধুমাএ স্পর্শ করেই তিনি বুঝতে পারতেন একটা বীণা বা একটি বাঁশী কিভাবে কাজ করে বা বাজাতে হয়। সিসিলিয়া যখন বড় হয়ে উঠলেন তখন মাঝে মাঝে খাওয়ার পর অথবা রোববারে তিনি বাজনা বাজিয়ে তাঁর পিতামাতাকে আনন্দ দিতেন।
সিসিলিয়ার একটি গোপন স্বপ্ন ছিল। তিনি তাঁর এই বিশেষ শিল্প নৈপুণ্যের জন্য ঈশ্বরকে ধন্যবাদ জানাতে চাইলেন।সিসিলিয়া একদিন সম্পূর্ণ নতুন এক বাদ্যযন্ত্র অাবিষ্কারের সিদ্ধান্ত নিলেন। আর তিনি সত্যি একটা নতুন যন্ত্র আবিস্কার করে ফেললেন। যন্ত্রটি হল অরগান। এটা অসংখ্য স্বর্গ দূতদের সমবেত সংগীতের মত শোনাল। কারন তিনি প্রতিদিনই স্বর্গদূতদের গান করতে শুনতেন। শিশিলিয়া ঈশ্বরকে খুব ভালবাসতেন। তাই সিসিলিয়াকে খুব সাবধানে থাকতে হতো।
তিনি যে খ্রীষ্টান এই ব্যাপারটা তাঁকে গোপন রাখতে হয়েছিল । কালক্রমে সিসিলিয়ার বিয়ের সময় উপস্থিত হল। তাঁর পিতা ভ্যালেরিয়ান নামে এক ধনী রাজনীতিবিদ যুবককে ঠিক করলেন। যিনি খ্রীষ্টান ধর্ম সম্বন্ধে কিছুই জানতেন না। তাঁদের বিয়ের পর সিসিলিয়াকে তাঁর ধমীর্য় বিশ্বাস সম্বন্ধে বলতে হল। ভ্যালেরিয়ান বিষয়টা খুব পছন্দ করতেন না; কিন্তু তিনি কখনও তাঁকে প্রার্থনা বা খ্রীষ্টযাগে যোগদান করতে বাধা দিতেন না। সিসিলিয়া তাঁর স্বামীকে খ্রীষ্টান হওয়ার জন্য বেশ যন্ত্রণা দিতেন ।
ভ্যালেরিয়ান এক মহা আর্শ্চযজনক ঘটনা দেখার পর বিশ্বাস করলেন এবং খ্রীষ্টের শিষ্য হলেন। তিনি প্রচার করতে শুরু করলেন যেন সত্য ঈশ্বর সম্বন্ধে সবাই জানতে পারে। তাই শাসনকর্তা তাঁর লোকদের আদেশ দিলেন ভ্যালেরিয়ানকে হত্যা করার জন্য। পরে সিসিলিয়াকেও হত্যা করেছেন। তাঁর মৃত্যুর পূর্বে তিনি ঈশ্বরকে ধন্যবাদ জানিয়ে শেষ প্রার্থনা করেছিলেন ।
Add new comment