সাধ্বী মারিয়া গরোট্টি ।- মহৎ জীবন

১৮৯০ সালের ১৬ অক্টোবর ইতালির আঙ্কোনা প্রদেশের করিনালদো শহরে জন্মগ্রহণ করেন সাধ্বী মারিয়া গরোট্টি।

দরিদ্র পরিবারের সন্তান ছিলো মারিয়া, বাবা ম্যালেরিয়াতে মারা গেলে মারিয়ার মাকে তাদের অনেক কষ্ট করে লালন-পালন করতো। তিনি খামারে কাজ করে পরিবার চালাতেন।

 

মারিয়া ধর্মপ্রাণ একজন মেয়ে ছিলেন। পরিবারে সকল কাজে মাকে সব সময় সাহায্য করতেন এবং ভাই-বোনদের ধর্ম শিক্ষা দিতেন।

একটি সময় প্রতিবেশী একটি ছেলে তার সাথে খারাপ আচরণ করতে শুরু করে এবং তার উপর নির্যাতন করে হত্যার চেষ্টা করে।

 

কিন্তু মারিয়া মৃত্যুরে আগে সেই ছেলেটিকে ক্ষমার করার মধ্য দিয়ে হয়ে উঠে মহান এক ব্যক্তি।

চলুন দেখে আসি আজকের মহৎ জীবন অনুষ্ঠান।

 

#rvapastoralcare

#RadioVeritasAsia

#RVA_BengaliService

#Banideepti

#Ripon_tolentino

Add new comment

7 + 4 =