সাধ্বী ফ্রান্সিস্কা রমানা – মহৎ জীবন

ফ্রান্সিস্কা রমানা-র জন্ম রোম নগরে ১৩৮৪ খ্রীষ্টাব্দে। তাঁর পিতার নাম পাওলো এবং মাতার নাম যাকোবেল্লা ব্যুসসো। তাদের প্রচুর ধন সম্পত্তি ছিল। দীর্ঘদিন একটি সন্তানের জন্য তারা আশায় বুক বেঁধে ছিলেন। ফ্রান্সিস্কার জন্মে তারা খুবই খুশী হলেন। তারা তাঁকে সুন্দর ও দামী দামী পোশাক কিনে দিতেন। তাঁর জন্যে তারা ভালো শিক্ষার ব্যবস্থা করলেন ।

 

ফ্রান্সিস্কা ছিলেন বুদ্ধিমতী ও অনুভূতিশীল বা সংবেদনশীল। পিতামাতার সুন্দর জীবনাদর্শ অনুসরণ করে খ্রীষ্টিয় বিশ্বাস অনুসারে জীবনযাপন করার চেষ্টা করতেন।

 

তাঁর চারিত্রিক বৈশিষ্ট্যে অনেক সীমাবদ্ধতা ছিল । তিনি একটু জেঁদী প্রকৃতির মানুষ ছিলেন । কোন কোন সময় তা ধৈর্য্যের সীমা রেখা ছেড়ে যেত।

 

ফ্রান্সিস্কার বয়স যখন এগারো বৎসর তখন সিস্টার হওয়ার ইচ্ছা প্রকাশ চরলেন। কনভেন্টে প্রবেশের জন্য পিতামাতার অনুমতি প্রার্থনা করলেন পিতামাতা কিন্তু রাজী হলেন না।

 

আজ মহৎ জীবনে জানবো সাধ্বী ফ্রান্সিস্কা রমানা-র জীবন সম্পর্কে ।

 

 

নিয়মিত আমাদের অনুষ্ঠান শুনতে আমাদের সাথেই থাকুন ভিজিট করুন আমাদের ওয়েবসাইট ।

https://bengali.rvasia.org/

 

এছাড়াও সকল সামাজিক যোগাযোগ মাধ্যমে আমাদের সাথে যুক্ত হতে ভিজিট করুন ।

Facebook: http://facebook.com/veritasbangla

YouTube: http://youtube.com/veritasbangla

Twitter: https://twitter.com/banglaveritas

Instagram: http://instagram.com/veritasbangla

 

#RVApastoralcare

#RadioVeritasAsia

#Chitrabani

#Banideepti

#LocalChurchNews

#ripontolentino

Add new comment

1 + 1 =