সাধ্বী জিতা গৃহভৃত্যদের প্রতিপালিকা – মহৎ জীবন

 

সাধ্বী জিতা গৃহভৃত্যদের প্রতিপালিকা – মহৎ জীবন

 

ইতালির লুক্কার কাছে মন্তি সাগরাডিতে জিতার জন্ম হয়। তার পিতামাতা ছিলেন খুবই গরীব। তবে তারা ছিলেন ধর্মপ্রাণ । জিতা ঈশ্বরের চোখে ছিলেন। একজন প্রীতিভাজন শিশু। তাঁর পিতামাতা ছিলেন খ্রীষ্টবিশ্বাসী। তার বড় বোন ছিলেন একজন ধর্মতিণী এবং কাকা ছিলেন একজন সন্ন্যাসী ।

 

তার শৈশব অন্য আর দশ শিশুর মত স্বাভাবিকভাবেই কেটেছে । যাদের সঙ্গে তিনি মেলামেশা করতেন তারা সবাই তার মিষ্টি মধুর ব্যবহার ও শালীনতায় মুগ্ধ হয়ে যেতেন। মানুষকে আকর্ষণ করার ক্ষমতা তার ছিল। তাঁর গুণবতী মা যদিও গরীব ছিলেন কিন্তু জিতাকে বিশেষ যত্নে ও ভালবাসায় বড় করে তুললেন। মায়ের পবিত্রতায় জিতা বড় হয়েছেন।

চলুন মহৎ জীবন অনুষ্ঠানে জেনে আসি সাধ্বী জিতার জীবনের কাহিনী

 

নিয়মিত আমাদের অনুষ্ঠান শুনতে আমাদের সাথেই থাকুন ভিজিট করুন আমাদের ওয়েবসাইট । https://bengali.rvasia.org/

 

 

https://youtu.be/UZy4VkOdygo

 

#rvapastoralcare

#RadioVeritasAsia

#RVA_BengaliService

#Banideepti

#Ripon_tolentino

Add new comment

1 + 2 =