সাধ্বী জাসিন্তা মারেস্কত্তি’র জীবনের কথা

জাসিন্তা মরেস্কত্তি ১৫৮৫ খ্রিস্টাব্দে ইতালির ভিগনানোল্লাতে জন্মগ্রহণ করেন। তিনি ছিলেন মার্ক- এ্যান্তোনীয় দ্য মারেস্কত্তি এবং অট্রাভিয়া অরসিনির তিন মেয়ের মধ্যে দ্বিতীয়া। তাঁরা খুব স্বনামধন্য কাথলিক ছিলেন। আজ মহৎ জীবনে শুনবো সাধ্বী জাসিন্তা মারেস্কত্তি’র জীবনের কথা।

 

Add new comment

7 + 10 =