সাধ্বী আগ্নেশের জীবন কাহিনী । - মহৎ জীবন

“আগ্নেস” শব্দটির অর্থ “ক্ষুদ্র মেষশাবক“I

আগ্নেস নামে ছোট এই মেয়েটির মাথার চুলগুলি ছিল সোনালী । “আগ্নেস” নামটি রাখা তাঁর জন্য ঠিকই ছিল দেখতে তিনি যেমন ছিলেন সুমিষ্ট, স্বভাব-চরিত্রও তাঁর তেমনি ছিল সুশীল । যে কেউ আগ্নেসকে দেখলে অনুরাগ জন্মাবে এরকম একটা ভাব তাঁর মধ্যে সব সময়ই ছিল।

তাঁরা খুব ধনী ও সম্ভ্রান্ত বংশের লোক ছিলেন। যে অট্টালিকায় তাঁরা থাকতেন তা ছিল অনেক বড় ও চমৎকার। তাঁদের বাড়ীতে অনেক দাস-দাসী কাজ করতেন। কিন্তু ধনী এই দম্পত্তির কাছে প্রচুর ধন সম্পদ, স্বর্ণ ও মূল্যবান সব জিনিসের চেয়ে সবচেয়ে প্রিয় ছিল আদরের কন্যা আগ্নেস।

ধনী পরিবারে সন্তান হলেও আগ্নেশ অত্যন্ত আন্তরিক, উদার এবং সকলের প্রতি দয়াশীল প্রকৃতির মানুষ ছিলেন। এক কথায় বলা যায় দয়ার সাগর। আগ্নেস কখনও নিজের কথা চিন্তা করতেন না। বরং যারা তাঁর জন্য ভাল কিছু করার চেষ্টা করতেন ।

চলুন আজকের মহৎ জীবন অনুষ্ঠানে শুনে আসি আগ্নেশের জীবন কাহিনী ।

 

নিয়মিত আমাদের অনুষ্ঠান শুনতে আমাদের সাথেই থাকুন ভিজিট করুন আমাদের ওয়েভ সাইট । https://bengali.rvasia.org/

 

 

#rvapastoralcare 

#RadioVeritasAsia

 #RVA_BengaliService

#Banideepti

#Ripon_tolentino

 

Add new comment

6 + 5 =