Radio Veritas Asia Buick St., Fairview Park, Queszon City, Metro Manila. 1106 Philippines | + 632 9390011-15 | +6329390011-15
সাধু ফ্রান্সিস জেভিয়ার
স্পেন দেশের জেভিয়ার নামে এক দূর্গে উচ্চ অভিজাত বংশে ফ্রান্সিসের জন্ম হয়। এ জন্যই তাকে ফ্রান্সিস জেভিয়ার বলা হয়। তাঁর জন্ম ১৫০৬ খ্রীঃ ৭ এপ্রিল। প্রচুর বুদ্ধি ছিল তাঁর। মায়ের কাছ থেকে ফ্রান্সিস সব সময় ভাল শিক্ষা পেয়েছেন। মা শিক্ষা দিতেন ঈশ্বরকে কিছুটা ভয় করেও চলতে হবে। তাঁর বয়স যখন মাত্র ১৯ বৎসর তখন স্পেন দেশের এই সম্ভ্রান্ত ছেলে উচ্চ শিক্ষা লাভ করার জন্য পড়াশুনা করতে প্যারিশের নাম করা একটি বিশ্ব বিদ্যালয়ে আসেন। ফ্রান্সিস মন দিয়ে পড়াশুনা করে, ভালভাবে পাশ করে একজন অধ্যাপক হবেন এই ছিল তাঁর আশা। ইগ্নাসিউস ও ফ্রান্সিস একই ঘরে থাকতেন। ইগ্নাসিউস, ফ্রান্সিসের জীবনে ঈশ্বরের কাছ থেকে পাঠানো একজন দূতের মতই কাজ করলেন। ইগ্নাসিউস, ফ্রান্সিসকে ঈশ্বরীয় জীবনে, গৌরবময় জীবনে ফিরিয়ে আনলেন যীশুর একটি বাণীর মাধ্যমে। "ফ্রান্সিস, মানুষ যদি সমস্ত জগত লাভ করেও নিজের আত্মাকে হারিয়ে ফেলে তাহলে তাঁর কি লাভ। সে কোন ডাকে সাড়া দিবে? তিনি জগতের আহ্বান প্রত্যাখান করলেন এবং তিনি খ্রীষ্টের আহ্বান বেছে নিলেন।
Add new comment