সাধু জন মেরী ভিয়ানী । মহৎ জীবন

এটা কল্পনা করাও কঠিন যে ফ্রান্সের ছোট একটি গ্রামের গরীব একটি বালক একদিন এত বড় একজন সাধু হবেন। আলোক সামান্য এই পুণ্যাত্মার জন্ম ৮ই মে, ১৭৪৬ খ্রীষ্টাব্দে ফরাসী বিপ্লবের সময় দক্ষিণ-পূর্ব ফ্রান্সের লিয়ন্স শহরের কাছে।

তাঁর পিতামাতা ছিলেন খুবই সাধারণ কৃষক ও ধর্মপ্রাণ । পিতা-মাতার ধর্মানুরাগ ও ভাল গুণগুলো তাঁর মধ্যে প্রস্ফুটিত হতে থাকে।

 

বাল্যকালের বেশীর ভাগ সময় তিনি কাটিয়েছেন বাবার হয়ে মেষ চড়িয়ে খোলা আকাশের নীচে তিনি মেষ চড়ানোর কাজটি ভবিষ্যতে তাঁর পুরোহিত জীবনে কঠোর আত্মসংযমী হতে সাহায্য করে । আট বৎসর বয়স থেকেই এ কাজটি তিনি করতেন।

গ্রামের ছোট ছেলেমেয়েদের জপমালা মূর্তির সামনে জানুপাত করিয়ে তাদের মালা প্রার্থনা শিক্ষা দিতেন । শিশু অবস্থা থেকে জন ভিয়ান্নী খুব ধার্মিক এবং গরীবদের প্রতি দয়াবান ছিলেন ।

 

আজ মহৎ জীবন অনুষ্ঠানে জানবো সাধু জন মেরী ভিয়ানীর কিছু কথা ।

 

নিয়মিত আমাদের অনুষ্ঠান শুনতে আমাদের সাথেই থাকুন ভিজিট করুন আমাদের ওয়েবসাইট । https://bengali.rvasia.org/

এছাড়াও সকল সামাজিক যোগাযোগ মাধ্যমে আমাদের সাথে যুক্ত হতে ভিজিট করুন ।

Facebook: http://facebook.com/veritasbangla

YouTube: http://youtube.com/veritasbangla

Twitter: https://twitter.com/banglaveritas

 Instagram: http://instagram.com/veritasbangla

 

Add new comment

9 + 6 =