সাধু ইগ্না‌সিয়াস ল‌য়োলা

আজ সাধু ইগ্না‌সিয়াস ল‌য়োলার পর্ব‌দিবস অর্থাৎ আজ তাঁর মহাপ্রয়ান দিবস। এক ধনী প‌রিবা‌রে জন্মগ্রহণ ক‌রেনও তি‌নি সন্নাস জীবন গ্রহণ ক‌রেন। জাগ‌তিক মোহমায়াই ছিল তাঁর জীবন কিন্তু পরবর্তী‌তে তি‌নি তাঁর সেবার ম‌ধ্যে দি‌য়ে ঈশ্বর‌কে খু‌জে পে‌য়ে‌ছি‌লেন এবং যীশু সং‌ঘ সমা‌জের প্র‌তিষ্ঠা ক‌রেছি‌লেন। বি‌ভিন্ন শিক্ষা প্র‌তিষ্ঠা‌নে শিক্ষার ম‌ধ্যে দি‌য়ে সমাজ‌কে এগি‌য়ে নি‌য়ে যাওয়ার কা‌জে ব্রতী হ‌য়ে‌ছে এই যীশু সং‌ঘ সমাজ । আপনারা অনে‌কেই হয়‌তো জা‌নেন যে চিত্রবাণী এই যীশু সং‌ঘেরই এক‌টি গণ‌যোগা‌যোগ মাধ্যম যেখা‌নে বি‌ভিন্ন সমাজ উন্নয়ন মূলক কাজ করা হ‌য়ে থা‌কে, তাই এর আগেও এক‌টি বি‌শেষ নি‌বেদন প্রচার করা হল আজ কারন আজ যীশু সং‌ঘের তথা চিত্রবাণীর কা‌ছে এক বি‌শেষ দিন।

Add new comment

4 + 15 =