Radio Veritas Asia Buick St., Fairview Park, Queszon City, Metro Manila. 1106 Philippines | + 632 9390011-15 | +6329390011-15
রেডিও ভেরিতাস এশিয়া বাংলা সার্ভিসের কো অডির্নেটর প্রয়াত ফাদার জ্যোতি এ গমেজ
ফাদার জ্যোতি এমন একজন ব্যক্তি, যিনি ছিলেন একের মধ্যে অনেক প্রতিভার অধিকারী এবং রেডিও ভেরিতাস এশিয়া বাংলা বিভাগে যার অনেক অবদান। বর্তমান গাজীপুর জেলার কালিগন্জ থানাধীন সবুজ শ্যামল গ্রাম তুমিলিয়া ধর্মপল্লীতে ২১অক্টোবর১৯৪২ খ্রীঃ জন্ম গ্রহণ করেন। বাবা জর্জ কৃষক, মা গৃহিনী ছিলেন। অভাবের সংসার ছিল। বাবা একজন সঙ্গীত প্রেমী মানুষ ও ছিলেন। নিজে গান রচনা করে সুর দিতেন। সমাজে বেশ সমাদৃত ছিলেন।
এসব কিছুর মাঝেও তিনি সন্তানদের লেখাপড়ার প্রতি ছিলেন যত্নশীল। ফাঃ জ্যোতি স্কুলে যাবার আগে ও ফিরে এসে বাবা মার সাথে সাংসারিক কাজে সহায়তা দিতেন।
বাবার কাছ থেকেই তিনি ধার্মিকতার নানা গুণাবলী পেয়েছেন। পরিবার থেকেই মুলত তার বাবার আদর্শেই তিনি যাজক হবার অনুপ্রেরণা পেয়েছেন। ১৯৭২ খ্রীঃ ৮ সেপ্টেম্বর করাচিতে তিনি যাজক পদে অভিষিক্ত হন। পালকীয় সেবা দান করার জন্য বাংলাদেশের বিভিন্ন জায়গায় গিয়ে মানুষের সেবা দান করেছেন। তিনি ছিলেন অনেক পরিশ্রমী। ক্ষুধা ও যন্ত্রনা পীড়িত মানুষের পাশে থেকে সাহায্য করতেন। অমায়িক ব্যবহারের কারনেই সবার আপন হয়ে উঠেন তিনি।
ওপার বাংলার জেস্যুইট ফাদার গাঁস্ত রবেজ ও ফাঃ জ্যোতি মিলে শুরু করেছিলেন সুদুর ফিলিপাইন থেকে প্রচারিত রেডিও ভেরিতাস বাংলা অনুষ্ঠান মালা। ১৯৯৪ থেকে ১৯৯৬ খ্রীঃ পর্যন্ত রেডিও ভেরিতাস এশিয়া বাংলা সার্ভিসের কো অডির্নেটরের দায়িত্ব পালন করেছেন ম্যানিলাতে। ফাদার জ্যোতির অবদান অস্বীকার করা যাবেনা। ফাঃ জ্যোতি শারীরিক ভাবে বেশ কিছুদিন অসুস্থ ছিলেন। এর পর ১৬ জুলাই ২০১৮খ্রীঃ ভোর চারটায় স্কয়ার হাসপাতালে পৃথিবীর মায়া ছেড়ে চলে গেলেন।
Add new comment