মহৎ জীবন - ক্রুশভক্ত যোহনের জীবন গল্প

আমাদের সমসাময়িককালে বিশ্বাসের অনুশীলনে ক্রুশভক্ত যোহনের জীবন আমাদেরকে অনুপ্রাণিত করে।

তিনি সব কিছুই খ্রীষ্টের কাছে নিবেদন করেছিলেন। পার্থিব জিনিস প্রাপ্তি থেকে তিনি নিজেকে বঞ্চিত করেছিলেন এবং নায়োকোচিতভাবে খ্রীষ্ট গুরুকে অনুসরণ করেছিলেন ।

 

১৫৪২ খ্রীষ্টাব্দে স্পেনে ক্রুশভক্ত যোহন জন্মগ্রহণ করেন । সৃষ্টিকর্তার মনোনীত আত্মা হওয়ার জন্য তিনি ছিলেন খ্রীষ্টের অগ্রদূত ।

 

আজকের মহৎ জীবন অনুষ্ঠানে শুনবো ক্রুশভক্ত যোহনের জীবন গল্প ।

Add new comment

17 + 0 =