Radio Veritas Asia Buick St., Fairview Park, Queszon City, Metro Manila. 1106 Philippines | + 632 9390011-15 | +6329390011-15
বাঙালির বন্ধু ফাদার মারিনো রিগন
Monday, April 19, 2021
ফাদার মারিনো রিগান পঞ্চােশর দশকে বাংলাদেশে আসা একজন ইতালিও ধর্ম প্রচারক, দার্শনিক, লেখক ও অনুবাদক। যিনি ১৯৭১ সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেন। পরে তাকে বাংলাদেশের সম্মানসূচক নাগরিক ও মুক্তিযোদ্ধা খেতাব দেয়া হয়। যিনি ধর্ম আর দেশের বেড়াজাল ডিঙ্গিয়ে বাঙালির বন্ধু হিসেবেই সমধিক পরিচিত। সেই ফাদার মারিনো রিগানের জীবনের কিছু কথা শুনবো আজকের মহৎ জীবন অনুষ্ঠানে।
Add new comment