Radio Veritas Asia Buick St., Fairview Park, Queszon City, Metro Manila. 1106 Philippines | + 632 9390011-15 | +6329390011-15
জাগরণ ও যৌবনের কবি কাজী নজরুল ইসলাম
আজ বাংলা সাহিত্যের কবি কাজী নজরুল ইসলামের ১২১তম জন্ম বার্ষিকী উপলক্ষে বিশেষ অনুষ্ঠান "জাগরণ ও যৌবনের কবি" কাজী নজরুল ইসলাম । তিনি ১৮৯৯ খ্রীঃ ২৫ মে পশ্চিম বঙ্গের বর্ধমান জেলার আসান সোল মহকুমার চুরুলিয়া গ্রামে এক পীর বংশে জন্ম গ্রহণ করেন।
পিতা কাজী ফকির মোহাম্মদ , মাতা জাহেদা খাতুন। তাদের চার পুএের অকাল মৃত্যুর পর নজরুলের জন্ম হওয়ায় তাঁর নাম রাখা হয় "দুখু মিয়া"। নজরুল বাল্য কালেই পিতা মাতাকে হারান। পিতা মাতাকে হারিয়ে দারিদ্রের মধ্যে পড়ে যান। তাই তিনি রুটি ও মাছের দোকানে সামান্য বেতনের চাকরি গ্রহণ করেন।
এরপর তিনি সিয়ারসোল উচ্চ বিদ্যালয়ে ভর্তি হয়ে পড়াশোনা করতে থাকেন। ১৯১৪খ্রীঃ প্রথম মহাযুদ্ধ শুরু হলে তিনি পড়াশোনা ছেড়ে দিয়ে বাঙালি পল্টনে যোগদান করেন। সেনা বাহিনীতে যোগ্যতার পরীক্ষা দিয়ে "হাবিলদার" পদে পদোন্নতি লাভ করেন। প্রথম মহাযুদ্ধের অবসান হলে তিনি সৈন্যদল থেকে ছাঁটাই হন। তখন তিনি স্বদেশে ফিরে এসে হাজির হন দেশের শ্রেষ্ঠ শহর কলকাতায়।
তিনি কবিতা ও গানের মাধ্যমে জনগণকে জাগাতে চাইলেন। তিনি অজস্র গান ও কবিতা রচনা করে চললেন। এমনকি কারাগারে বসেও বহু অগ্নিক্ষরা কবিতা ও গান রচনা করেন। নজরুল দেশকে ভালবেসেছেন অন্তর দিয়ে। প্রচন্ড অত্যাচার সহ্য করেছেন তবু জন্মভুমির এতটুকু অসম্মান সহ্য করেননি। ১৯৭৬খ্রীঃ ২৯ আগষ্ট তিনি মৃত্যু বরণ করেন। তাকে বাংলাদেশ রাষ্ট্রে জাতীয় কবির মর্যাদা দেওয়া হয়। কবিকে ঢাকা বিশ্ব বিদ্যালয় কেন্দ্রীয় মসজিদের পাশে সমাধিস্থ করা হয়।
Add new comment