Radio Veritas Asia Buick St., Fairview Park, Queszon City, Metro Manila. 1106 Philippines | + 632 9390011-15 | +6329390011-15
জর্জ সরোস এর জীবনি
জর্জ সরোস কুলি থেকে কোটি পতিঃ ১৯৩০ খ্রীঃ ১২ আগস্ট হাঙ্গেরির রাজধানী বুধাপেষ্টে এক ইহুদী পরিবারে জন্ম গ্রহন করেন। বর্তমানে যুক্তরাষ্ট্রের নাগরিক ও ধন কুবের বিখ্যাত আর্থিক প্রতিষ্ঠান সোরস ফান্ড ম্যানেজমেন্টের চেয়ারম্যান।
এছাড়া বিশ্বের খ্যাতনামা অলাভজনক জনকল্যান মূলক সংস্থা ওপেন সোসাইটি ইনষ্টিটিউটের চেয়ারম্যান তিনি। ১৯৪৪খ্রীঃ যখন হিটলারের জামার্নী হাঙ্গেরী দখল করে নেয় তখন সরোসের বয়স মাএ ১২বছর। তখন দ্বিতীয় বিশ্বযুদ্ধের শেষে তিনি ইংল্যান্ডে চলে আসেন। এখানেই শুরু হয় অভিবাসী, এক নিঃসম্বল এক তরুণের সংগ্রামের জীবন। তখন ইহুদী এক চাচার পৃষ্ঠপোষকতা লাভ করেন তিনি। ঐ চাচা সামান্য কিছু মাসিক ভাতার ব্যবস্থা করেছিলেন একটি ধমীর্য় সংগঠন থেকে।
তবে দারিদ্রতা তাকে দমিয়ে রাখতে পারেননি। সোরস ভর্তি হন লন্ডন স্কুল অব ইকনোমিক্স এ । ১৯৫২ খ্রীঃ স্নাতক সম্পন্ন করেন। জীবন চালানোর জন্য ছাএ অবস্থায় রেলওয়ের কুলিগিরি থেকে শুরু করে হোটেলের ওয়েটার এরকম আরো অনেক কাজ করেন তিনি। স্নাতক সম্পন্ন হওয়ার পর অনেক কষ্টে কাজ শুরু করেন ইংল্যান্ডের বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠান ও ব্যাংকে । ১৯৫৬খ্রীঃ তিনি নিউইয়র্ক চলে আসেন। এখানেও বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠানে কাজ শুরু করেন। তারপর আর পিছনে ফিরে তাকাতে হয়নি। সরোসের মতে বেশীর ভাগ দারিদ্রতার কারণ হচ্ছে অদক্ষ শাসন ব্যবস্থা। তিনি পৃথিবীর ২২তম ধনী ব্যক্তি। এছাড়া যুক্তরাষ্ট্রে ধনীদের মধ্যে তিনি ৭ম। সর্বশেষ প্রাপ্ত তথ্যে মতে তার সম্পদ ২০ বিলিয়ন ডলারের বেশী। তবে তিনি আরো সামনের দিকে থাকতেন, যদিনা তিনি ৮০০কোটি ডলার দান না করতেন।
Add new comment