Radio Veritas Asia Buick St., Fairview Park, Queszon City, Metro Manila. 1106 Philippines | + 632 9390011-15 | +6329390011-15
ক্ষুদ্রপুষ্প সাধ্বী তেরেজার জীবনি
ক্ষুদ্রপুষ্প সাধ্বী তেরেজা পৃথিবীতে বেশী দিন স্থায়ী ছিল না। মাএ ২৪ বৎসর। ১৮৭৩ খ্রীঃ ২ জানুয়ারী তেরেজার জন্ম হয়। বাবা-মার নাম লুইস মার্টিন ও জিলই গুইরিন। তেরেজা ছিলেন নয় ভাইবোনের মধ্যে সর্বশেষ সন্তান। মাএ চারবৎসর বয়সে তেরেজা মাকে হারান এবং বাবার স্নেহ যত্নে বেড়ে উঠেন।
বেনেডিক্টিয়ান সিষ্টারগণ দ্বারা পরিচালিত স্কুলে তিনি নিয়মিত পড়াশুনা করতেন । অল্প বয়স থেকেই তেরেজার একটি কঠিন রোগ ছিল। তিনি সব সময় উচ্চ স্নায়ুর চাপে ভুগতেন। মা মারীয়ার অপার দয়া ও মহিমায় তিনি এই রোগ থেকে সুস্থতা লাভ করেন। শৈশব থেকেই তেরেজা মনে একজন সাধ্বী হওয়ার ইচ্ছা পোষণ করতেন। তাঁর ধার্মিক বাবা তার ভালবাসা ও নিজের ভাল উদাহরণে সাধ্যানুসারে তাঁকে উৎসাহিত করতেন। তেরেজা ছিলেন বাবার সযত্নে লালিত কন্যা।
বাবা তাঁর আবদারগুলো অতি সহজে পূর্ণ করতেন। প্রথম খ্রীষ্ট প্রসাদ গ্রহণের দিনটি ছিল তাঁর জন্য অন্যরকম অভিজ্ঞতা লাভের দিন। পবিত্র খ্রীষ্ট প্রসাদ গ্রহণের পর থেকে যীশু হয়ে ওঠেন তাঁর জীবনের কেন্দ্রবিন্দুভ তেরেজার মাথায় সব সময় একটি চিন্তা খেলা করত কিভাবে আত্মাদের নরক থেকে রক্ষা করা যায়। ১৮৮৭খ্রীঃ নভেম্বর মাসে তেরেজা তাঁর বাবা ও বোন সেলিনার সাথে রোমে তীর্থ করতে যান। এ সময় পোপ ছিলেন ত্রয়োদশ লিও। পোপের সঙ্গে সাক্ষাৎকার পর্বটি ছিল তাঁর জন্য এক পরম পাওয়া এবং আনন্দপূর্ণ অভিজ্ঞতা। তেরেজা পোপের কাছে অনুমতি প্রার্থনা করলেন যেন পনের বৎসর বয়সেই তিনি লিসিও কার্মেল সন্ন্যাস সংঘে যোগদান করার সুযোগ পান। ১৮৯০খ্রীঃ সেপ্টেম্বর মাসের ৮ তারিখে কুমারী মারীয়ার জন্ম দিনে তেরেজা ধমীর্য় ব্রত গ্রহণ করেন। কনভেন্টে নিয়মানুবতীতার মধ্যে দিয়ে তেরেজা বিচক্ষণভাবে তার ক্ষুদ্র পথ অনুসরন করে পবিত্রতার পথে এগিয়ে যেতে থাকেন।
Add new comment