Radio Veritas Asia Buick St., Fairview Park, Queszon City, Metro Manila. 1106 Philippines | + 632 9390011-15 | +6329390011-15
আর্চবিশপ মজেস কস্তা সিএসসি'র ১ম প্রয়ান দিবস । মহৎ জীবন অনুষ্ঠান
আর্চবিশপ মজেস কস্তা সিএসসি ১৭ নভেম্বর ১৯৫০ খ্রিস্টাব্দে ঢাকা ধর্মপ্রদেশের তুমিলিয়া ধর্মপল্লীতে জন্মগ্রহণ করে। বাবা প্রয়াত হিরণ কস্তা ও মা মার্গারেট গমেজের কনিষ্ঠ সন্তান ছিলেন তিনি।
৫ এপ্রিল ১৯৬৩ খ্রিস্টাব্দে প্রভুর দ্রাক্ষাক্ষেত্রে কাজ করার লক্ষ্যে বান্দুরা ক্ষুদ্র পুষ্প সেমিনারীতে যোগদান করেন। ১৯৬৯ খ্রিস্টাব্দে তিনি এসএসসি পাশ করে যোগ দেন সেন্ট যোসেফ সেমিনারীতে।
১৯৭১ খ্রিস্টাব্দে নটর ডেম কলেজ থেকে আই এ পাশ করেন। ১৯৭৩ খ্রিস্টব্দে একই কলেজ থেকে বি.এ পাশ করেন।
হলিক্রশ সন্ন্যাস সংঘে প্রথম ব্রত গ্রহণ করেন ২০ জানুয়ারি ১৯৭৮ খ্রিস্টাব্দে এবং তুমিলিয়া ধর্মপল্লীতে আর্চবিশপ মাইকেল রোজারিও কর্তৃক যাজক পদে অভিষিক্ত হন ৫ ফেব্রুয়ারী ১৯৮১ খ্রিস্টাব্দে।
৬ সেপ্টেম্বর ১৯৯৬ খ্রিস্টাব্দে বাংলাদেশে ভাতিকানের রাষ্ট্রদূত ও পূণ্যপিতার প্রতিনিধি আর্চবিশপ আন্দ্রিয়ানো বার্নার্দিনি কর্তৃক তিনি দিনাজপুর ধর্মপ্রদেশের ৬ষ্ঠ বিশপ হিসেবে অভিষিক্ত হন।
দিনাজপুর ধর্মপ্রদেশের শিক্ষাক্ষেত্রে উন্নতির জন্য তার অবদান ছিলো অনেক। উত্তর বঙ্গের দরিদ্র, অসহায়, নিপীড়িত, জনগণের জন্য বিশপ মজেসের অবদান স্বীকৃতি স্বরুপ আমেরিকার খ্রিস্টরাজা বিশ্ববিদ্যালয় থেকে ২০০৫ খ্রিস্টাব্দে “ডক্টর ও হিউম্যানিটিস্” উপাধি প্রদান করা হয়।
সমাজের জন্য বিভিন্ন সেবা মূলক কাজে অবদানের জন্য আর্চবিশপ মজেস কস্তা সিএসসি ১৬ জানুয়ারি ২০১৬ খ্রিস্টাব্দে মাদার তেরেজা রিসার্স সেস্টার কর্তৃক ‘মাদার তেরেজা মেমোরিয়াল এওয়ার্ড ’ লাভ করেন।
অসাম্প্রদায়িক চিন্তার অধিকারী হিসেবে পরিচিত ছিলেন তিনি। আর্চবিশপ মজেস কস্তা সিএসসি ১৩ জুলাই, ২০২০ খ্রিস্টাব্দে সকাল ০৯:২০ ঘটিকায় স্কয়ার হাসপাতাল, ঢাকায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
এই মহা মানবের ১ম মৃত্যু বার্ষিকীতে রেডিও ভেরিতাস এশিয়া বাংলা বিভাগের পক্ষ থেকে গভীর শ্রদ্ধা ।
আজকের মহৎ জীবন অনুষ্ঠানে জানবো আর্চবিশপ মজেস কস্তা সিএসসি’র জীবনের কথা।
নিয়মিত আমাদের অনুষ্ঠান শুনতে আমাদের সাথেই থাকুন ভিজিট করুন আমাদের ওয়েবসাইট । https://bengali.rvasia.org/
Add new comment